জেএনএফ ডেক্স:
বিহারের সাসারামে রাহুলের ভারত জড়ো ন্যায় যাত্রায় ‘সারথি’ তেজস্বী। ভারত জোড়ো ন্যায় যাত্রায় এই মুহূর্তে বিহারে রয়েছেন রাহুল গান্ধী। সকালে সেখানেই মিছিল শুরু হওয়ার সময়, রাহুলের লাল রঙের জিপের চালকের ভূমিকায় দেখা গেল আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবকে। বেশ কিছুক্ষণ রাহুলের সঙ্গে এই যাত্রায় অংশ নেন তিনিl