Breaking
23 Dec 2024, Mon

অকালবর্ষণে কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে সিপিআই এর ডেপুটেশন

সিপিআই নেতৃত্ব

লালগড়: অকালবর্ষণের কারণে ধান , সবজি সহ আলু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে । অকালবর্ষণের জেরে ক্ষতিগ্রস্ত কৃষকদের অবিলম্বে ক্ষতিপূরণের দাবিকে সামনে রেখে সোমবার দুপুরে ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ নম্বর ব্লকের ভিডিওকে ডেপুটেশন দেওয়া হয়। সিপিআই পার্টির কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষ থেকে মোট ১২ দফা দাবিকে সামনে রেখে ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা সিপিআই এর জেলা সভাপতি দেবজ্যোতি ঘোষ, সারা ভারত কৃষক সভার ঝাড়গ্রাম জেলার সম্পাদক চিত্ত বধুক এছাড়াও উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য প্রশান্ত রায় সহ অন্যান্য নেতৃত্বরা । ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে গোপীবল্লভপুর ১ ও ২ ব্লকে আগেই ডেপুটেশন দেওয়া হয়েছে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে । ঝাড়গ্রাম জেলা সিপিআই এর জেলা সম্পাদক দেবজ্যোতি ঘোষ বলেন,”অকালবর্ষণের ফলে এলাকার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে । কৃষকদের পাশে সর্বদা আমাদের দল রয়েছে । কেবলমাত্র ঝাড়গ্রাম জেলা নয়, পুরো রাজ্য জুড়েই কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে ডেপুটেশন দেওয়া হচ্ছে। অবিলম্বে কৃষকদের ক্ষতি পূরণ প্রদান করা হলে ক্ষতির হাত থেকে রক্ষা পাবে কৃষকরা”।

Developed by