Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম শহরে পথদুর্ঘটনা , গাড়ির ধাক্কায় ভাঙলো ৭টি দোকানের চালা

দুর্ঘটনাগ্রস্ত বুলেরো গাড়ি

ঝাড়গ্রাম: বৃহস্পতিবার মধ্যরাত্রি বারোটা দশ মিনিট নাগাদ ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় দ্রুত গতিতে আসা একটি বুলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ৫ নম্বর রাজ্য সড়কের পাশে থাকা ৬ থেকে ৭ টি দোকানের চালা ভেঙে গুড়িয়ে দিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। জানা গিয়েছে, ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ের দিক থেকে বুলেরো গাড়িটি ঝাড়গ্রাম ফ্লাইওভার ধরে দহিজুড়ির দিকে যাচ্ছিল । ঝাড়গ্রাম ফ্লাইওভার নামার পর রাস্তার ডান পাশে থাকা ৬ থেকে ৭টি দোকানের চালা ভেঙে গুড়িয়ে দিয়ে একটি পিলারে ধাক্কা মেরে দুর্ঘটনাগ্রস্ত হয় বুলেরো গাড়িটি । দোকানের চালা ভাঙার বিকট শব্দ শুনে এলাকার মানুষজন ছুটে আসে । যদিও ঘটনায় হতাহতের কোন খবর নেই । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ ।

ক্ষতিগ্রস্ত দোকান গুলির চিত্র

Developed by