বদলি হলেন ঝাড়গ্রামের মহকুমা শাসক বাবুলাল মাহাতো। পদোন্নতি হল তাঁর। তিনি বীরভূমের অতিরিক্ত জেলাশাসক হচ্ছেন। ২০২১ সালের ৭ জুন মহকুমা শাসকের দায়িত্ব নেন বাবুলালবাবু। ঝাড়গ্রামের নতুন মহকুমাশাসক হচ্ছেন শুভ্রজিৎ গুপ্ত। তিনি দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিকল্পনা আধিকারিক পদে ছিলেন। ঝাড়গ্রামের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) পীযূষ গোস্বামীও বদলি হলেন। তিনি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের যুগ্ম সচিব হচ্ছেন। তাঁর জায়গায় ঝাড়গ্রামের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) পদে আসছেন হীরক মণ্ডল। তিনি নদীয়ার কল্যাণীর মহকুমাশাসক ছিলেন। হীরকবাবুর পদোন্নতি হল।