ঝাড়গ্রাম: মানসিক সমস্যার কারণে গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধা । মৃত বৃদ্ধার নাম বিমলা মাহাতো। বয়স ৬৯ বছর । বাড়ি ঝাড়গ্রাম থানার অন্তর্গত কলসিভাঙ্গা গ্রামে । পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে গ্রাম সংলগ্ন একটি কাজু বাগানে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধাকে দেখতে পায় গ্রামের বাসিন্দারা । বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা বিষয়টি জানায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে । ঘটনাস্থলে মানিকপাড়া বিট হাউসের পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ঝাড়গ্রাম গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন । সোমবার দুপুরে বৃদ্ধার দেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে। মৃত বৃদ্ধার ছেলে রঞ্জিত মাহাতো বলেন,”দীর্ঘদিন যাবত মা অসুস্থ ছিলেন মানসিক সমস্যার মধ্যে ভুগ ছিলেন । গ্রামের পাশের একটি কাজু বাগানে মা গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হয়েছে” ।