বেলপাহাড়ি : টেবিল ফ্যানে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির । মৃত ব্যক্তির নাম পবিত্র মথুরী। বয়স ৪৯ বছর । বাড়ি বেলপাহাড়ি থানার অন্তর্গত পলাশবনী গ্রামে । পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার আনুমানিক রাত্রি সাড়ে আটটার সময় বাড়িতে রাতের খাওয়া-দাওয়া সেরে চলন্ত টেবিল ফ্যানটিকে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন পবিত্রবাবু । ঘটনার কিছুক্ষণ পরেই পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যায় বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে । বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন । সোমবার দুপুরে দেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে । মৃত ব্যক্তির শালক দিলীপ কুমার গিরি বলেন,”চলন্ত টেবিল ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় জামাইবাবু । বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন” ।