ঝাড়গ্রাম: পুজোর আগে রাজ্য সরকারের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু । কলকাতা সহ বড় বড় শহরতলিতে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা । ঝাড়গ্রাম জেলা শহরকে ডেঙ্গু হাত থেকে রক্ষা করার জন্য ঝাড়গ্রাম পৌরসভার উদ্যোগে প্রতিনিয়ত ডেঙ্গু বিজয় অভিযান চালানো হচ্ছে । সোমবার সকালে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু বিজয় অভিযান করা হয় । এদিনের এই অভিযানের নেতৃত্ব ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর মানসী ঘোষ । মানসী ঘোষ বলেন,”সামনেই দুর্গাপুজো, তাই শহরকে ডেঙ্গুর হাত থেকে সুরক্ষিত রাখার জন্য পৌরসভার উদ্যোগে প্রতিনিয়ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হচ্ছে । বাড়ির আশেপাশে জমা জল রয়েছে কিনা ঝোপঝাড় রয়েছে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আমাদের পৌরসভার কর্মীরা সাফাই করছে ও স্প্রে করছে প্রতিনিয়ত । বহু মানুষ এখনো সচেতন না হয়ে পৌরসভার কর্মীদের কথায় কোন গুরুত্ব দিচ্ছে না । তাই বাধ্য হয়ে আমি সঙ্গে বেরিয়েছি”। ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের অন্যান্য জেলার তুলনায় ঝাড়গ্রাম জেলাতে তেমন একটা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নেই । ঝাড়গ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবনচন্দ্র হাঁসদা বলেন,”ঝাড়গ্রাম গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ জেলার অন্যান্য সুপার স্পেশালিটি হাসপাতাল গুলি মিলিয়ে মোট ৮ থেকে ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে । স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রতিনিয়ত ডেঙ্গু প্রতিরোধের জন্য সচেতনতা মূলক অভিযান চালানো হচ্ছে। মানুষ ডেঙ্গু সম্পর্কে যথেষ্ট সচেতন হয়েছে” ।