Breaking
23 Dec 2024, Mon

তিরন্দাজির পর স্কোয়াশেও সোনা, মিক্সড ডবলসে বাজিমাত, কুড়িটি স্বর্ণপদক ভারতের নামে!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ:-  তিরন্দাজির পর স্কোয়াশে সোনা পেল ভারত। মিক্সড ডবলসে দীপিকা পল্লিকেল ও হরিন্দর সিং সান্ধু ভারতের হয়ে সোনা জিতলেন। এবারের এশিয়াডে ২০টি সোনা হয়ে গেল ভারতের নামে।বৃহস্পতিবার সকালে প্রথম সোনা এসেছিল আর্চারির মেয়েদের কম্পাউন্ড ইভেন্টে।ঘণ্টা তিনেকের মধ্যেই দ্বিতীয় সোনা পেল ভারত। স্কোয়াশ মিক্সড ডবলস ফাইনালে এদিন মালয়েশিয়া জুটির বিরুদ্ধে নেমেছিলেন দীপিকা ও হরিন্দর।

এদিনের ফাইনালের শুরুটা ভাল হয়নি দীপিকাদের। মালয়েশিয়ার আজমান আইফা ও মহম্মদ কামাল জুটি শুরুতেই এগিয়ে যায়। দীপিকারা একটা সময় ২-৫ ব্যবধানে পিছিয়ে পড়েন। কিন্তু দমে যাননি তাঁরা। খেলায় ফিরে আসেন তাঁরা।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসলেন দীপিকারা। খেলার ফল দাঁড়ায় ১১-১০। স্কোয়াশ থেকে এই নিয়ে চারটি সোনা জিতল ভারত। এদিন স্কোয়াশে পুরুষদের সিঙ্গলস গেমের ফাইনালে নামবেন বাংলার সৌরভ ঘোষাল।

Developed by