Breaking
23 Dec 2024, Mon

মুকুটমণিপুর থেকে ছাড়া হচ্ছে জল ,বাড়বে কংসাবতী নদীর জলস্তর

বাড়ছে কংসাবতী নদীর জলস্তর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স : টানা কয়েকদিন নিম্নচাপের জেরে প্রচুর বৃষ্টি হওয়ায় জলাধার গুলির জলস্তর বাড়তে শুরু করেছে। সোমবার রাত্রি ২.৫০ নাগাদ বাঁকুড়ার মুকুটমণিপুরের কংসাবতী জলাধার থেকে ইতিমধ্যে ৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।

সেই জল নদীতে প্রবেশ করতে শুরু করার কংসাবতী নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। সূত্র মারফত জানা যাচ্ছে আজ সোমবার দুপুর ৩ টে নাগাদ আবার ও ৫হাজার কিউসেক হবে। এই নিয়ে কংসাবতী জলাধার থেকে ২ দফায় মোট ১০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে যার জেরে নিচু এলাকা গুলিতে প্লাবনের আশঙ্কা দেখা দিতে পারে। তবে এখনো পর্যন্ত কোথাও তেমন কোনো পরিস্থিতির খবর নেই তবে কোথাও কোথাও কংসাবতী নদীর উপর অবস্থিত ফেরিঘাট গুলিতে জলস্তরবেড়ে যাওয়ায় ওই ফেরিঘাট গুলিতে পারাপার বন্ধ রাখা হয়েছে।

Developed by