Breaking
23 Dec 2024, Mon

নিম্নচাপের বৃষ্টির জেরে ঝাড়গ্রামে মৃত্যু!

প্রতীকী ছবি

ঝাড়গ্রাম: নিম্নচাপের প্রবল বৃষ্টিতে মাটির দেওয়াল চাপা মৃত্যু হল এক বৃদ্ধের । ঘটনাটি জামবনী ব্লকের কাপগাড়ি গ্রাম পঞ্চায়েতের হাতিয়াশুলি গ্রামের ঘটনা । মৃত বৃদ্ধের নাম শ্যামাপদ নায়েক (৬০) । দু-তিনদিন থেকে কখনো হালকা কখনো ভারী বৃষ্টি হচ্ছে ঝাড়গ্রাম জেলা জুড়ে । শনিবার সন্ধ্যাবেলায় নিজের মাটির বাড়ির বারান্দায় বসে ভাত খাচ্ছিলেন শ্যামাপদ নায়ক নামের বৃদ্ধ । বাড়ির ভেতরে স্ত্রী, ছেলে, বৌমা ও নাতি-নাতনী গল্প গুজব করছিল । হঠাৎ করে বিকট শব্দ । পরিবারের লোকজন দেখে বাড়ির একটি দেওয়াল বারান্দার ভিতরে ভেঙে পড়েছে । তার নিচেই চাপা হয়ে পড়ে রয়েছে বৃদ্ধ ।

তাকে তড়িঘড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় ঝাড়গ্রাম গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘন্টা পরেই মৃত্যু হয় বৃদ্ধের । বৃদ্ধের ছেলে হাবু নায়েক বলেন,” বাবা বারান্দায় বসে ভাত খাচ্ছিল তখন হঠাৎ করে বারান্দার একটি দেওয়াল ভেঙে পড়ে এবং তার নিচে বাবা চাপা হয়ে যায় । আমরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসলে কিছুক্ষণ পরেই বাবার মৃত্যু হয়” । তিনি আরো বলেন,”আমি দিনমজুরের কাজ করে সংসার চালায় । আমাদের মাটির বাড়িটি অনেক পুরনো। এই ক’দিন ধরে নিম্নচাপের বৃষ্টির জন্য মাটির দেওয়ালটি ধসে পড়ল । পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে থাকতে এখন ভয় করছে । প্রশাসন যদি একটু আবার পাশে দাঁড়াই তাহলে আমি রক্ষা পাব”।

বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা বলেন,” বিষয়টি অত্যন্ত দুঃখজনক । আমি খোঁজখবর নিয়ে দেখছি । পরিবারের পাশে আমরা রয়েছি। সরকারি নিয়ম-নীতি মেনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে”। রবিবার দুপুরে ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় ।

Developed by