আধাঁরিয়া: জমিতে স্প্রে করতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু হল এক যুবকের । মৃত যুবকের নাম অক্ষয় মল্লিক বয়স ১৮ বছর । বাড়ি বিনপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত আধাঁরিয়া গ্রাম পঞ্চায়েতের দুবরাজপুর গ্রামে । পরিবার সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২৭ তারিখ আনুমানিক সকাল আটটার সময় জমিতে স্প্রে করার সময় হঠাৎ করে তার পায়ে ছোবল মারে একটি বিষধর সাপ।
পরিবারের লোকজন বিষয়টি জানার সাথে সাথে তাকে উদ্ধার করে নিয়ে আসে ঝাড়গ্রাম গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে । ঝাড়গ্রাম গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সিসিইউ বিভাগের তার চিকিৎসা চলে । চিকিৎসা চলাকালীন শুক্রবার রাত্রে মৃত্যু হয় । শনিবার দুপুরে দেহ ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় ।