Breaking
23 Dec 2024, Mon

চিরুনি তল্লাশীর পর আরো ১ ডাকাত দলের সদস্য গ্রেফতার

ডাকাত দলের সদস্য অমরজিৎ সিং

ঝাড়গ্রাম : খড়গপুরের গোলবাজারের সোনা দোকানে ডাকাতির ঘটনায় আরো ১ ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করলো ঝাড়গ্রাম জেলা পুলিশের বেলিয়াবেড়া থানার পুলিশ । শনিবার সকালে বেলিয়াবেড়া থানার অন্তর্গত জামুয়াআখনা গ্রামের ধান জমিতে থেকে গ্রেফতার করে পুলিশ । শুক্রবার গোলবাজার এলাকার সোনার দোকানে ডাকাতি করার পর একটি সাদা স্করপিও গাড়িতে ৬ সদস্যের একটি ডাকাত দল উড়িষ্যা রাজ্যের দিকে পালিয়ে যাওয়ার সময় বেলিয়াবেড়া থানার অন্তর্গত রন্টুয়া এলাকায় পুলিশ বিশাল বেরিগেট করলে গাড়ি ছেড়ে সেখান থেকে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা । শুক্রবার বিকেলে ডাকাত দলের ৫ সদস্যকে ঝাড়গ্রাম জেলা পুলিশের বিশেষ টিম পাকড়াও করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের হাতে তুলে দেয় । ডাকাত দলের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তাদের সঙ্গে আরও একজন রয়েছে । তারপরেই পুলিশ এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে এবং শনিবার সকালে বেলিয়াবেড়া থানার অন্তর্গত জামুয়াআখনা গ্রাম থেকে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারে হওয়ার ডাকাত দলের সদস্যের নাম অমরজিৎ সিং । অমরজিতের বাড়ি বিহার রাজ্যের বৈশালী জেলায় । ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, “আজ সকালে ডাকাত দলের আরো এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে” ।



ঝাড়গ্রাম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গ্রেফতার হওয়া ডাকাত দলের ৫ সদস্যের বাড়ি বিহার রাজ্যে বৈশালী জেলায় । ডাকাত দলের সদস্যদের নাম হল গৌরব সিং, প্রকাশ কুমার, সুজিত কুমার , নবীন কুমার এবং রোশন কুমার । ঝাড়গ্রাম জেলা পুলিশের বিশেষ টিম তাদের পাকড়াও করার পর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের হাতে তুলে দিয়েছিল ।

Developed by