বেলিয়াবেড়া : বৃহস্পতিবার সন্ধ্যায় ২০২৪ এর লোকসভা নির্বাচন কে পাখির চোখ করে সংগঠনকে আরো মজবুত করতে গোপীবল্লভপুর-২নং ব্লকের বেলিয়াবেড়া-৫ নং অঞ্চলের রামপুরা বুথের বুথ কমিটি পুর্নগঠন করলেন গোপীবল্লভপুর-২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি বানেশ্বর মণ্ডল,ব্লক তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি অনুপম মল্লিক, গোপী-২ পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধক্ষ্য দুলাল মহাপাত্র, কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতি কর্মাধ্যক্ষ দ্বীজেন বারিক,পঞ্চায়েত সমিতির সদস্য রঘুনাথ মান্ডি,ব্লক তৃনমূল ছাত্র পরিষদের কর্ডিনেটর সুব্রত বেরা সহ তৃণমূলের অঞ্চল ও বুথ নেতৃত্বরা ।