Breaking
23 Dec 2024, Mon

ফের অভিষেককে তলব করল ED, দিল্লিতে ধর্নার দিনেই হাজিরার নির্দেশ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ:-  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ইডি-র সমন। এ বারও পূর্বনির্ধারিত কর্মসূচির দিন ডাকা হল তাঁকে। আগামী ২ এবং ৩ অক্টোবর বাংলার পাওনা আদায়ে দিল্লিতে মোদীর দুয়ারে আন্দোলন করবে তৃণমূল৷ ঘেরাও কর্মসূচির কথা ঘোষণা করেছে রাজ্য়ের শাসক শিবির৷ ওই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন অভিষেকে৷ সেই সময় দিল্লিতে থাকার কথা তাঁর। আর ঠিক সেই সময়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে  তলব করা হল।

অভিষেক নিজেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এই খবর জানিয়েছেন। সেই সঙ্গে নাম না করে আক্রমণ করেছেন কেন্দ্রীয় সরকারকেও। অভিষেক লিখেছেন, ‘‘ঠিক যখন বাংলা পাওনা চেয়ে আমাদের দিল্লিতে যাওয়ার কথা, সেই সময়েই তলব করা হল আমাকে। অতএব বোঝা যাচ্ছে কারা আসলে ভীত এবং সন্ত্রস্ত। কারা ভয়ে কাঁপছে!’’

উল্লেখ্য এর আগে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কো অর্ডিনেশন কমিটির বৈঠকের দিন ডেকে পাঠানো হয়েছিল তৃণমূল সাংসদকে৷ তিনি তলবে সাড়াও দিয়েছিলেন৷ প্রায় সাড়ে ন’ঘ্টা জিজ্ঞাসাবাদের পর তিনি বেরিয়ে আসেন৷ 

Developed by