Breaking
23 Dec 2024, Mon

ভোরের আলো ফুটতেই দুঃখ সংবাদ বাঁধগোড় অঞ্চলে

মনসারাম মান্ডি (৫৬)

ঝাড়গ্রাম: সবেমাত্র ভোরের আলো ফুটেছে, চোখ খুলতেই চক্ষু চড়ক গাছ গ্রামবাসীদের । গ্রামের মধ্যেই একটি পেয়ারা গাছে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলে রয়েছে এক ব্যক্তির দেহ । বিষয়টি দেখার পরেই শুরু হয়ে যায় চিৎকার । চিৎকারের আওয়াজ শুনে পরিবারের সদস্যরা দরজা খুলে দেখে বাড়ির সামনেই একটি পেয়ারা গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে তাদের পরিবারের এক সদস্য। ঘটনাটি ঝাড়গ্রাম থানার অন্তর্গত বাঁধগোড়া গ্রাম পঞ্চায়েতের জয়নগর গ্রামের ঘটনা । পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মনসারাম মান্ডি। বয়স ৫৬ বছর । ঘটনার খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানায় । ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে। মনসারাম মান্ডির ছেলে মার্শাল মান্ডি বলেন,”আমি রাজমিস্ত্রির কাজে পুরুলিয়ায় ছিলাম। সকালে আমি খবর পাই বাবা গলায় দড়ি নিয়েছে । তারপরে আমি ছুটে চলে আসি বাড়ীতে । কিছুদিন ধরে বাবার মানসিক সমস্যায় ভুগছিলেন সেখান থেকেই এই ঘটনা ঘটিয়েছেন বলে আমার মনে হয়” ।

Developed by