Breaking
23 Dec 2024, Mon

টানা ৪ দিন বন্ধ থাকবে বীরেন্দ্র সেতু (মোহনপুর ব্রিজ) ,নির্দেশ প্রশাসনের!

পশ্চিম মেদিনীপুর-খড়্গপুর সংযোগকারী কংসাবতী নদীর উপর ৬০ নং জাতীয় সড়কে রয়েছে বীরেন্দ্র সেতু (মোহনপুর ব্রিজ)। কয়েক মাস ধরে এই এই ব্রিজের সংস্কারের কাজ চলছে। এবার সেই ব্রিজের সংস্কারের কাজের জন্য ১৭ আগস্ট মধ্যরাত থেকে ২১আগস্ট মধ্যরাত পর্যন্ত এই সেতু সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে এমনটাই নির্দেশ জারি করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। এই বিঞ্জপ্তি তে জানানো হয়েছে সংস্কারের কাজ চলাকালীন সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে (অ্যাম্বুলেন্স কেও এর আওতায় রাখা হয়েছে ) এমন কি যাত্রীরা পা এ হেঁটে ও পারাপার করতে পারবেন না বলে জানানো হয়েছে। এই সেতু যেমন বন্ধ থাকবে তেমনি প্রশাসনের তরফ থেকে দেওয়া এই বিঞ্জপ্তি তে বিকল্প পথ যেগুলি দিয়ে যাতায়াত করা যাবে তার ও উল্লেখ করা হয়েছে।

বিকল্প পথ গুলি হলো
মেদিনীপুর থেকে কলকাতা এবং খড়্গপুর যাওয়ার জন্য মেদিনীপুর শহর -ধর্মা -কেশপুর -লঙ্কাগড় -রাজনগর -বকুলতলা -খুকুড়দহ -মেচগ্রাম হয়ে বাম দিক হয়ে জাতীয় সড়ক ধরে কলকতার উদ্দেশ্যে এবং ডান দিক হয়ে জাতীয় সড়ক ধরে খড়্গপুরে পৌঁছানো যাবে। আবার ফেরার পথে একই রুটের নির্দেশিকা ব্যবহার করতে হবে।
খড়্গপুর থেকে কলকাতা যাওয়ার রুটের কোনো পরিবর্তন হয়নি। টানা ৪ দিন এই সেতু বন্ধ থাকার ফলে পশ্চিম মেদিনীপুর-কলকাতা, পশ্চিম মেদিনীপুর-খড়্গপুর এর সাথে যোগাযোগে দীর্ঘ সময় ব্যয় হবে। এর ফলে ভোগান্তি বাড়বে বলেই মনে করছেন সাধারণ মানুষ।

Developed by