Breaking
1 Nov 2024, Fri

নেই সরকার নির্ধারিত রেট বোর্ড ,ফেরি সার্ভিসে দিতে হচ্ছে অতিরিক্ত টাকা, ক্ষোভ এলাকবাসীর !

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম ব্লকের চুবকা অঞ্চলের কংসাবতী নদীর উপর আমদই-কনকাবতি ফেরিঘাটে যাত্রীদের যাতায়াতের ক্ষেতে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে ফেরিঘাট কর্তৃপক্ষকে এই নিয়ে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। ঝাড়গ্রাম জেলার সাথে মেদিনীপুর জেলার যোগাযোগের জন্য এই ফেরিঘাট টি ব্যবহৃত হয়। খড়্গপুর লোকালের একাংশ ,ঝাড়গ্রাম ব্লকএর সিংহভাগ এলাকাবাসী কম সময়ে মেদিনীপুর জেলা শহরে পৌঁছানোর জন্য এই ফেরিঘাটের উপর থাকা বাঁশের ব্রিজ ব্যবহার করে থাকে। স্কুল ,কলেজ ,অফিস,আদালত ব্যবসা বাণিজ্য জন্য এই বাঁশের ব্রিজ ই ভরসা। বর্ষাকালে এই ব্রিজ ভেঙে গেলে নৌকার মাধ্যমে পরিবহন ব্যবস্থা চালু থাকে। সূত্র মারফত জানা যাচ্ছে এই ফেরিঘাট টি কিছুদিন আগে সরকারি ভাবে নিলাম হয়েছে এবং ৪৬ লক্ষ১৪ হাজার টাকার বিনিময়ে এক বছরের জন্য অনুপ ঘোড়াই নামে এক ব্যক্তি এই ফেরিঘাট টির লিজ নিয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ এই ফেরিঘাট দিয়ে যাতায়াতের জন্য অতিরিক্ত পরিমাণে টাকা আদায় করছে ফেরিঘাট কর্তৃপক্ষ।একটি মোটরসাইকেলে ২ জন ব্যক্তি থাকলে ফেরিঘাট কর্তৃপক্ষ যাতায়াতের জন্য ৪০টাকা আদায় করছে। কখনো কখনো একজন ব্যক্তি র কাছ থেকে মোটরসাইকেল করে যাতায়াতের জন্য ২৫ টাকা অব্দি নেওয়া হচ্ছে।যাত্রীরা সরকারি রেটবোর্ডের কথা জিগ্যেস করলে তাদের সাথে খারাপ ব্যবহার করা হয় বলেও জানাচ্ছেন যাত্রীদের একাংশ। বেশি টাকার বিনিময়ে লিজ নেওয়ার জন্য যাত্রীদের কাছ থেকে বেশি টাকা নেওয়া হবে বলে ফেরিঘাট কর্তৃপক্ষ মাঝে মাঝে যাত্রীদের জানিয়ে থাকেন বলে দাবি করছেন এলাকাবাসী। ফেরিঘাট কর্তৃপক্ষ এর এরূপ আচরণে যাত্রীরা অতিষ্ট হয়ে বর্তমানে সরকার নির্ধারিত রেট বোর্ড এর দাবি জানাচ্ছেন।

Developed by