Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় বাড়িতে বিদ্যুৎ সংযোগ পেলেন রাঙ্গামাটি গ্রামের দুই আদিবাসী পরিবার!

ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় বাড়িতে বিদ্যুৎ সংযোগ পেলেন রাঙ্গামাটি গ্রামের দুই আদিবাসী পরিবার! গত ১৩জুন ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দুই প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার অনুপম সিংহ ও আকাশ বেজ বিনপুর থানার অন্তর্গত রাঙ্গামাটি গ্রামে সার্ভে করতে যান। সেখানে গিয়ে দুই প্যারা লিগ্যাল ভলেন্টিয়ারকে আদিবাসী পরিবারের দুই ভাই বাড়িতে বিদ্যুৎ সংযোগ না পাওয়ার অভিযোগ করে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে। গত ৭ মাস ধরে বাড়িতে বিদ্যুতের সংযোগ পাচ্ছিলেন না তাঁরা। দুই ভাই শুকলাল হেমব্রম ও মোহন হেমব্রমরা বলেন,‘আমার বাবা গোরা হেমব্রমের নামে বিদ্যুতের লাইন ছিল। বাবা মারা গিয়েছেন। এখন চার ভাই আমরা সকলে আলাদা বাড়িতে থাকি। ছোট ভাই প্রেমচন্দ্র হেমব্রম বিদ্যুৎ দপ্তরে আবেদন করে বাড়িতে বিদ্যুৎ পেয়েছে। কিন্তু আমরা দু-তিন বার বিনপুর ইলেক্ট্রিক অফিসে গেলেও আমাদেরকে বলা হয় বাবার নামে টাকা বাকি থাকায় বিদ্যুৎ লাইন দেওয়া হবে না। তারপর থেকেও কোন সুরাহা হয়নি।’ বিষয়টি জানার পর প্যারা লিগ্যাল ভলেন্টিয়ারের মাধ্যমে ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুনীলকুমার শর্মাকে লিখিত ভাবে সমস্যার কথা জানান দুই আদিবাসী ভাই। তারপর বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্যারা লিগ্যাল ভলেন্টিয়ারকে নির্দেশ দেন বিচারক। প্যারা লিগ্যাল ভলেন্টিয়াররা বিনপুরে বিদ্যুৎ দপ্তরে গিয়ে যোগাযোগ করেন। তারপরেই দুই ভাইয়ের বাড়িতে বিদ্যুৎ পৌঁচ্ছে দেয় দপ্তর। বিদ্যুৎ পেয়ে কি বলছেন তাঁরা? শুনুন

Developed by