Breaking
23 Dec 2024, Mon

রাস্তায় মৃতদেহ রেখে সাঁকরাইল বিট অফিসের বাইরে বিক্ষোভ পরিজনদের!

ঝাড়গ্রাম: সাপের কামড়ে মৃত্যু কিশোরের দেহ বিট অফিসের বাইরে রেখে রাস্তা আবরোধ করলো গ্রামবাসীরা । গ্রামবাসী এবং পরিবারের দাবি, হাতি তাড়ানোর জন্য বনদপ্তর এই কিশোরকে হুলাপার্টির সঙ্গে নিয়ে গিয়েছিল । সেই সময় সাপের ছোবলে মৃত্যু হয় এই কিশোরের । দোষীদের শাস্তির দাবিতে বিট অফিসের বাইরে দেহ রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় । পরিবার সূত্রে জানা গিয়েছে , মৃত কিশোরের নাম শুভদীপ দে (১৬) । বাড়ি সাঁকরাইল থানার অন্তর্গত কুলঘাগরী গ্রামে । পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, শুভদীপকে খড়গপুর বন বিভাগের কলাইকুণ্ড রেঞ্জের সাঁকরাইল বিটে হাতি তাড়ানোর জন্য হুলা পার্টির কাজে ব্যবহার করা হতো । চলতি মাসের ৪ তারিখ রাত্রি বেলায় হাতি তাড়াতে গিয়ে চুনপাড়ার কাছে সাপের ছোবল খায় শুভদীপ । সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মৃত্যু হয় শুভদীপের । শুভদীপের মামাতো দাদা তপন দে বলেন ,”হাতি তাড়ানোর জন্য হুলা পার্টির কাজে বন দপ্তরের লোকেরা শুভদীপ কে নিয়ে গিয়েছিল । হাতি তাড়াতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হলো শুভদীপের । একজন নাবালক কে কিভাবে হাতি তাড়ানোর জন্য নিয়ে যেতে পারে বন দপ্তর “। খড়গপুর বন বিভাগের ডিএফও শিবানন্দ রাম বলেন ,” ওই নাবালক গ্রামের হুলা পার্টির সদস্যের সঙ্গে হাতি দেখতে গিয়েছিল । ছেলেটিকে যখন সাপে কামড়ায় তখন ফরেস্ট তাদের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসার সমস্ত ব্যবস্থা করে”। শনিবার দুপুরে দেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে । পরিবারের লোকজন শুভদীপের দেহ সাঁকরাইল বিট অফিসের বাইরে গুপ্তমনি-সাঁকরাইল রাস্তার মধ্যে রেখে দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় । ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ এবং কলাইকুন্ডা রেঞ্জের বিট অফিসার উপস্থিত রয়েছেন বলে জানা গিয়েছে ।

Developed by