Breaking
1 Nov 2024, Fri

সাপের ছোবলে মৃত্যু হল ৪ বছরের শিশুর

ঝাড়গ্রাম: আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে বাড়ির দোরগোড়ায় সাপের ছোবলে মৃত্যু হল ৪ বছরের শিশু । ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের বুকে । বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় আত্মীয়ের বাড়ি থেকে সপরিবারে ফিরছিলেন বিনপুর থানার অন্তর্গত দহিজুড়ি গ্রাম পঞ্চায়েতের কিসমৎসুনকা গ্রামের ছোট লক্ষ্মীরাম মান্ডি নামের ৪ বছরের এক শিশু । পরিবারের হাত ধরে গাড়ি থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রাস্তা দিয়ে হেঁটে আসছিল ওই শিশু । তখন সবেমাত্র সন্ধ্যা হয়েছে । আর সেই সময় বাড়ির উঠোনের সামনেই সাপের ছোবল খায় ওই শিশু । পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে বাড়িতে নিয়ে যায়। পরিবারের দাবি, আয়ুর্বেদিক ওষুধ খাওয়ানো হয় ওই শিশুকে। তারপর তাকে নিয়ে যায় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে । সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার আনুমানিক সকাল ১০ টার সময় মায়ের কোল খালি করে চলে গেল ছোট লক্ষ্মীরাম মান্ডি । শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে ছোট লক্ষ্মীরাম মান্ডির দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় । সন্তান হারা মা লক্ষ্মীমণি মান্ডি ঘটনা প্রসঙ্গে বলেন ,”আত্মীয়র বাড়ি থেকে ফেরার সময় ঘরের সামনে ছেলেকে সাপে কামড় দেয় । তাকে সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে যায় এবং আয়ুর্বেদিক ওষুধ খাওয়ানো হয় । তারপর হাসপাতালে নিয়ে গেলে আজ সকালে মৃত্যু হয়েছে”।

Developed by