Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রামে সাধু রাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে ছড়িয়েছে চাঞ্চল্য ,কিন্তু কেন ?

ঝাড়গ্রাম: ভবন নির্মাণের এক বছরের মধ্যে ভেঙে পড়ল চাঙড়। নবনির্মিত ঝাড়গাম সাধু রাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত বছর শিক্ষক দিবসের দিন জিতুশোলে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস চালু হয়েছে। ভাবনটির নির্মাণের দায়িত্বে ছিল পূর্ত দফতর। গত পুরোপুরি কাজ শপষ হওয়ার আগেই উদ্বোধন হওয়ায় তড়িঘড়ি কাজ শেষ করে পূর্ত দফতর। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের একতলায় মিউজিক বিভাগের সামনে ঢালাই থেকে চাঙড় খসে পড়ে। তবে ওই সময় কোনও পড়ুয়া না থাকায় কেউ হতাহত হয়নি ঘটনার পর নড়েচড়ে বসেছে পূর্ত দফতর। জানা গিয়েছে, মিউজিক বিভাগের শ্রেণিকক্ষটি অন্যত্র সরানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রশান্ত কুমার পন্ডিত জানিয়েছেন, বিষয়টি পূর্ত দফতরকে জানানো হয়েছে। ওই জায়গায় যাতায়াত আপাতত বন্ধ রাখা হয়েছে।

Developed by