Breaking
1 Nov 2024, Fri

দারিদ্র্যের সঙ্গে লড়াই করে উচ্চমাধ্যমিকে ভালো ফল ভাটপাড়ার পৌলমীর

ভাটপাড়া: পরিবারের আর্থিক অবস্থা স্বচ্ছল নয়। তবুও সমস্ত প্রতিকূলতাকে জয় করে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে তাক লাগিয়ে দিয়েছে ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পৌলমী শিকদার। তাঁর প্রাপ্ত নাম্বার ৪৭২। কলকাতার জয়পুরিয়া কলেজে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন নিয়ে পড়তে চায় পৌলমী। কিন্থ পরিবারের আর্থিক অস্বচ্ছলতা উচ্চশিক্ষার ক্ষেত্রে তার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। জগদ্দলের অকল্যান্ড জুটমিলের শ্রমিক ছিলেন তাঁর পিতা। গত দু-বছর আগে ওঁর বাবার মৃত্যু হয়েছে। পরিচারিকার কাজ করে মেয়ের স্বপ্ন পূরণের চেষ্টা চালাচ্ছেন সাগরিকা দেবী। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অভাবী কৃতী পড়ুয়ার মাসি-সহ আত্মীয়-পরিজনরা। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে খরচ জোগানোর সামর্থ্য নেই পৌলমীর মায়ের। তাই ভবিষ্যতের লক্ষ্য পূরণে সহযোগিতার আবেদন কৃতী পড়ুয়ার। এমনকি তাঁর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলরও।

Developed by