Breaking
23 Dec 2024, Mon

ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার কবলে হাওড়া-চেন্নাই করমন্ডল এক্সপ্রেস, মৃত এবং আহত বহু যাত্রী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স: ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে হাওড়া চেন্নাই করমন্ডল এক্সপ্রেস। বালেশ্বর স্টেশন থেকে ২০ কিলোমিটার দূরে বাহানাগা বাজার স্টেশনের আগে হাওড়া-চেন্নাই করমন্ডল এক্সপ্রেসের সঙ্গে যশবন্তপুর-হাওড়া মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত শতাধিক ট্রেন যাত্রী, আহত অনেক। শুক্রবার বিকেল তিনটে কুড়ি মিনিটে শালিমার স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে বালেশ্বর স্টেশনে ট্রেন সন্ধে ৬:৪২ মিনিটে ছাড়ার পর ২০ কিলোমিটার দূরে বাহানাগা বাজার স্টেশনের আগে একই লাইনে মালগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পরে তিনটি কামরা বাদে যাত্রীবাহী ট্রেনের প্রায় সব কামরায় দুমড়ে মুচড়ে যায়। কয়েকটি কামরা ব্রিজের নিচে খালে পড়ে যায়।
স্থানীয় প্রশাসন ও মানুষজনের চেষ্টায় উদ্ধার কাজ চলছে। আহত যাত্রীদের কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্র এবং বালেশ্বর পাঠানো হচ্ছে। ঘটনাস্থলে পৌছে গেছে রেলের রেসকিউ টিম। ইতিমধ্যেই খড়গপুর থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে রেলের বিপর্যয় মোকাবিলা দল। যদিও রেলওয়ে থেকে এখনো পর্যন্ত কোনও সংবাদমাধ্যমের কাছে খবর দেওয়া হয়নি।
ঘটনাস্থলে উদ্ধারকার্য চালানো হচ্ছে। মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আহত যাত্রীদের কারো কারো হাত-পা ও মাথায় গুরুতর আঘাত রয়েছে। উদ্বিগ্ন দুর্ঘটনাগ্রস্ত ট্রেন যাত্রীর পরিবার ও পরিজন। রেলের তরফে হাওড়া স্টেশনের ১৮ নম্বর প্লাটফর্মে হেল্পলাইন নম্বর টাঙানো হয়েছে। বিশদ বিবরণ পাওয়ার জন্য খোঁজ নিতে পারেন 033-26382217 নম্বরে।

Developed by