Breaking
23 Dec 2024, Mon

পানীয় জল নেই ঝাড়গ্রাম হাসপাতালে ! কিন্তু কেন ?

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী এবং রোগীর পরিজনেদের জন্য পানীয় জলের সংকট দেখা দিয়েছে । হাসপাতালের মধ্যে একোয়া গার্ড বসানো থাকলেও বর্তমান সময়ে তা বন্ধ হয়ে পড়ে রয়েছে।  জানা গিয়েছে , নতুন বিল্ডিং এর মেল মেডিকেল ওয়ার্ডের একোয়া গার্ড, জরুরি বিভাগের বাইরের একোয়া গার্ড এবং বহির্বিভাগের বাইরের একোয়া গার্ড খারাপ অবস্থায় পড়ে রয়েছে এছাড়াও হাসপাতালের পুরনো বিল্ডিংয়ের ওয়ার্ড মাস্টারের অফিসের সামনের শীতল পানীয় জলের মেশিনটিও খারাপ অবস্থায় পড়ে রয়েছে । যার দরুন সমস্যায় পড়তে হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং রোগীর পরিজনেদের । পানীয় জলের জন্য অন্যত্র যেতে হচ্ছে তাদের ।
কবে পানীয় জলের সমস্যা দূর হবে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলেই ।

Developed by