Breaking
1 Nov 2024, Fri

বাঁকুড়ার বড়জোড়ায় কারখানার ব্লাস্ট ফার্নেস ফেটে আহত কমপক্ষে ১৫

বাঁকুড়া : কারখানার ব্লাস্ট ফার্নেস ফেটে গুরুতর জখম হলেন কমপক্ষে ১৫ জন শ্রমিক। আজ দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়ার বড়জোড়া শিল্প তালুকের একটি বেসরকারী স্পঞ্জ আয়রন কারখানায়। ঘটনায় আহতদের প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দশ জনের আঘাত গুরুতর থাকায় তাদের দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতোই এদিন বড়জোড়া শিল্প তালুকের ঘুটগড়িয়া এলাকায় থাকা বিডি গোয়েল নামের একটি বেসরকারী স্পঞ্জ আয়রন কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। আচমকাই কারখানার ব্লাস্ট ফার্নেস সশব্দে ফেটে যায়। ফার্নেসের মধ্যে থাকা তরল অবস্থায় থাকা ফুটন্ত লোহা ছিটকে পড়ে চারিদিকে। ব্লাস্ট ফার্নেসের অদূরেই কাজে যুক্ত থাকা শ্রমিকদের গায়ে গিয়ে পড়ে। ঘটনায় কমপক্ষে ১৫ জন শ্রমিকের শরীর কার্যত ঝলসে যায়। কারখানার তরফেই দ্রুত আহতদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ১০ জনের আঘাত গুরুতর থাকায় তাদের দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষের নিরাপত্তার গাফিলাতিকেই দায়ী করেছে বাম শ্রমিক সংগঠনগুলি।

Developed by