Breaking
23 Dec 2024, Mon

পুলিশ গাড়ির ধাক্কায় মৃত ১, আহত আরো ৩

নদীয়া : পুলিশ গাড়ির ধাক্কায় মৃত এক বালক আহত আরো তিন জন। পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে খন্ড যুদ্ধ। নদীয়ার ধানতলা থানার কুলগাছি এলাকার ঘটনা। আহত পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন। আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় রানাঘাট হাসপাতালে। চোর ধরা কে কেন্দ্র করে এই সংঘর্ষ। মানুষের দাবি এলাকায় বাড়ছিল গরু চুরির ঘটনা। অভিযোগ কাল রাতে একজনকে এলাকাবাসী হাতেনাতে ধরে ফেলে সেই চোরকে উদ্ধার করতে গেলে জন রোষে পড়ে পুলিশ। অভিযোগ পুলিশ তখন ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে বেরিয়ে আসতে গেলে গাড়ির নিচে পরে বেশ কয়েকজন। পুলিশ গাড়িতে চাপা খেয়ে মৃত্যু হয় এক বালকের এবং দুজন আহত অবস্থায় রানাঘাট মহাকুমা হসপিটালে চিকিৎসাধীন এইসব ঘটনা কিরে বিক্ষোভের মুখে নদীয়ার ধানতলা থানার পুলিশ কুলগাছি গ্রামে চলছে বিক্ষোভ জানা যায় পাশেই বাংলাদেশ বর্ডার আর পুলিশে নিষ্ক্রিয়তায় চলছে এসব কারবার।

Developed by