পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলা সফরের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ঘাটালের হয়ে পূর্ব মেদিনীপুর জেলায় প্রবেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার পাঁশকুড়ার যসোড়া কালির বাজারের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে স্বাগত এবং ফুল দিয়ে সংবর্ধনা জানান পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি সৌমেন মহাপাত্র এবং পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা। রাস্তার দু’ধারে কর্মী সমর্থকদের হাত লেড়ে শুভেচ্ছা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে মেছোগ্রাম হয়ে পশ্চিম মেদিনীপুরের ডেবরা উদ্দেশ্যে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।