ঝাড়গ্রাম : সাইকেল নিয়ে অনলাইনে ফর্ম ফিলাপ করতে যাচ্ছিলেন যুবক । সাইকেলের ঝুড়িতে রাখা ছিল জাতিগত শংসাপত্র ও আধার কার্ড । হঠাৎ ঝড়ো হাওয়ায় সাইকেলের ঝুড়ি থেকে জাতিগত শংসাপত্র ও আধার কার্ড উড়ে যায় । হাওয়ার দাপট বেশি থাকায় ডকুমেন্টসগুলি রাইস মিলে পচা পুকুরের জলে পড়ে যায় । সময় নষ্ট না করে ডকুমেন্টসগুলোকে উদ্ধার করার জন্য জামাপ্যান্ট খুলে গামছা পড়ে রাইস মিলের পচা পুকুরে নেমে ডকুমেন্টগুলিকে উদ্ধার করে ওই যুবক । যুবককে দেখার জন্য ভিড় জমায় বহু মানুষ । ঘটনাটি রবিবার বিকেলে বেলপাহাড়ি ব্লকের শিলদা এলাকার ঘটনা । জানা গিয়েছে, ডাকাইশোল গ্রামের এক যুবক লেডিস সাইকেলে ঝুড়িতে তার ডকুমেন্টস গুলি নিয়ে বেলপাহাড়ি যাচ্ছিল অনলাইনে ফর্ম ফিলাপ করার জন্য। সেই সময় শিলদা রাইসমিল এর কাছে হঠাৎ করে ঝড়ো হাওয়া বইতে শুরু করে । জোড়া হাওয়ার জেরে তার ডকুমেন্টগুলি উড়ে পড়ে রাইস মিলের পচা পুকুরের কালো পাঁকে ভর্তি কালো জলে । ডকুমেন্টগুলি নিজে উদ্ধার করতে পেরে খুবই খুশি পঞ্চানন মুর্মু নামের ওই যুবক । সেদিন পঞ্চানন বলেন,”সাইকেলের ঝুড়িতে আধার কার্ড এবং জাতিগত শংসাপত্র নিয়ে বেলপাহাড়ি যাচ্ছিলাম। শিলদা রাইস মিলের কাছে হঠাৎ করে ঝড়ো হাওয়া বইতে শুরু করে আর আমার ডকুমেন্টগুলি উড়ে পড়ে যাই রাইস মিলের পচা পুকুরে । পুকুরে নেমে ডকুমেন্টগুলিকে উদ্ধার করলাম” ।