Breaking
23 Dec 2024, Mon

অভিষেকের কনভয়ের হামলার ঘটনায় গ্রেফতার কুড়মি নেতারা

ঝাড়গ্রাম: নবজোয়ার কর্মসূচিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা ও মন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ গ্রেফতার করলো ৪ জনকে । কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো সহ মোট ১৫ জনের নামে এফআইআর করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। ধৃতদের শনিবার তোলা হলো ঝাড়গ্রাম আদালতে । পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত চার জনের মধ্যেই তিন জনের বাড়ি শালবনী এলাকায় । ধৃতরা হলেন অনিত মাহাত (৪২) , পেশায় গাড়ির চালক । মনমোহিত মাহাত (৩৯) পেশায় গাড়ির চালক , অজিত মাহাত (৪২) পেশায় চা বিক্রেতা । এছড়াও গ্রেফতার করা হয়ছে আদিবাসী নেগাচারি কুড়মি সমাজের রাজ্য সভাপতি অনুপ মাহাত (৫০) কে। অনুপের বাড়ি মানিকপাড়া এলাকায় । পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে , ধৃতদের বিরুদ্ধে ১৪৭,১৪৮,১৪৯ ,১৮৬ ,৩৫৩ ,৩৩২ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার রাতেই এই চার জনকে গ্রেফতার করছে পুলিশ । অভিযুক্ত পক্ষের আইনজীবী দেবনাথ চৌধুরী বলেন,”ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে এফআইআর করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ । ৪ জনকে গ্রেফতার করে । এদিন আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে তদন্তের সাপেক্ষে ৪ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়। আদালতের কাছে আমি জামিনের আবেদন জানালে আদালত জামিল খারিজ করে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন” ।

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে বেলপাহাড়ির ইন্দিরা চক থেকে ঝাড়গ্রাম জেলায় নবজোয়ার কর্মসূচি শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বেলপাহাড়িতে রোড শো করেন তিনি । সেখান থেকে জামবনি ব্লকের পড়িহাটিতে রোড শো করেন তিনি । পড়িহাটি থেকে বিনপুর ১ ব্লকের দহিজুড়ি তে পৌঁছায় অভিষেক । সেখানে রোড শো করেন তিনি । তারপর ঝাড়গ্রাম শহরের পৌঁছায় অভিষেক । ঝাড়গ্রামেও রোড শো করেন তিনি। ঝাড়গ্রাম শহরে রোড শো শেষ করে ৫ নাম্বার রাজ্য সড়ক ধরে লোধাশুলী হয়ে গজাশিমুলের ক্যাম্পে আসার সময় শালবনি এলাকার গড়শালবনি এলাকায় অভিষেক এর কনভয় দেখার সাথে সাথে বিক্ষোভ দেখতে শুরু করে কুড়মিরা । অভিযোগ, অভিষেকের গাড়ি পার হওয়ার সাথে সাথে অভিষেকের কনভয় এর সাথে থাকা গাড়িতে পাথর ছুঁড়তে শুরু করে কুড়মিরা, বাঁশের লাঠি দিয়েও গাড়িতে ও বাইক আরোহীদের মারধর করে বলে অভিযোগ । কুড়মিদের পাথর ছুঁড়তে কারনে ভেঙে যায় মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি , ঘটনায় আহত হয় মন্ত্রীর গাড়ির চালক। পাথর মারা হয় সংবাদমাধ্যমের গাড়িতেও । ঘটনায় আহত হয়েছেন বেশকয়েক জন তৃণমূল কর্মী এবং পথ চলতি সাধারণ মানুষ জন । শুক্রবার রাতে ঘটনার পরেই অভিষেক এবং মমতার কথোপকথন হয়। ঘটনার ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । ঘটনার রিপোর্টও তলব করে নবান্ন।

Developed by