Breaking
23 Dec 2024, Mon

আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা বনধের প্রভাব পড়ল যাত্রীবাহী বাস পরিষেবায়

বাঁকুড়া : সোমবার সারা বাংলা জুড়ে আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধ । আদিবাসীদের বাংলা বনধের প্রভাব লক্ষ্য করা গেল যাত্রীবাহী বাস পরিষেবায় । বাঁকুড়ার মূলত দক্ষিণ অংশ জঙ্গলমহলে বিভিন্ন রূটে বাস চলাচল করছে না সকাল থেকেই । বাঁকুড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রীবাহী বাস। প্রায় ২০০ টি বাস চলাচল করে বাঁকুড়ার রানীবাঁধ , রাইপুর , সারেঙ্গা , সিমলাপাল, খাতড়া , শিলদা এবং ঝাড়গ্রাম রুটে। সেই সব এলাকার গন্তব্যে পৌঁছতে বেসরকারি বাস পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন যাত্রীরা।

Developed by