Breaking
14 Jan 2025, Tue

আলিমে চতুর্থ হল বনগাঁর আফরিন

বনগাঁ : বনগাঁ সিনিয়র মাদ্রাসার ছাত্রী আফরিন মণ্ডল এবছর আলিম পরীক্ষায় রাজ্যে চতুর্থ হয়েছে। তার প্রাপ্ত নম্বর ৮৩৭। আফরিন জানায় পরবর্তীতে সে গাইনোকোলজিস্ট হতে চায়।

আফরিন জানায়, ‘বাড়ি থেকে ১৮ কিলোমিটার দূরে ‘বনগাঁ হজরত পীর আবুবকর দারুল উলুম সিনিয়র মাদ্রাসা’য় বাসে করে যাতায়াত করতে হতো। কিছুটা হাঁটা পথও আছে। সেখানকার শিক্ষকরা আমাকে প্রচুর সহযোগিতা করেছেন। তাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ।

পাশাপাশি গাইঘাটা রাজাপুর দারুস সালাম সিনিয়র মাদ্রাসা থেকে নবম হয়েছে সোনিয়া পারভীন এর প্রাপ্ত নম্বর ৮১১৷ দশম হয়েছে রেশমা খাতুন পেয়েছে ৮১০৷

Developed by