Breaking
24 Dec 2024, Tue

পানীয় জলের দাবি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামল আদিবাসীরা

বাঁকুড়া : প্রচন্ড গরমে তীব্র জলের সংকটে বাঁকুড়ার খাতড়া ব্লকের ছোট্ট আদিবাসী পাড়া। দহলা নতুনগ্রাম আদিবাসী পাড়ার প্রায় ৪০ টি পরিবার বেশ কয়েকদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন। আবেদন করেও মেলেনি পানীয় জল। রবিবার সকালে পানীয় জলের দাবি নিয়ে খাতড়া সিমলাপাল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন আদিবাসী পরিবারগুলি।

বাঁকুড়ার খাতড়া ব্লকের দহলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দহলা নতুনবাঁধ এলাকার আদিবাসী পাড়ায় বসবাস প্রায় ৪০ টি পরিবারের। গ্রামে পানীয় জলের জন্য রয়েছে নলকূপ তা বেশ কয়েকদিন ধরেই অচল হয়ে রয়েছে। ২০২১ সালে গ্রামে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা করা থাকলেও তাতে কোনদিনও জল এসে পৌঁছায়নি। একদিকে নলবাহিত পানীয় জলের থেকে পানীয় জল নেই অন্যদিকে গ্রামের নলকূপ গুলিও অচল এই পরিস্থিতিতে গ্রামের মানুষ কে পানীয় জলের জন্য ছুটতে প্রায় ১ কিমি দূরে। সেখান থেকে রোদে গরমে পানীয় জলের চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছে গ্রামের আদিবাসী পরিবারগুলি। অচল নলকূপ গুলি সারানো এবং গ্রামে পানীয় জলের ব্যবস্থা করার দাবি স্থানীয় পঞ্চায়েতে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ গ্রামের মানুষের। এই পরিস্থিতিতে এবার পানীয় জলের দাবি নিয়ে রাস্তা অবরোধ করেই প্রশাসনের দৃষ্টি আকর্ষন আদিবাসী পরিবারগুলির। রবিবার সকালে হাড়ি কলসি নিয়ে খাতড়া সিমলাপাল রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামের মানুষজন। প্রায় ১ ঘন্টা ধরে চলে অবরোধ কর্মসূচী পরে পানীয় জলের আশ্বাস পেয়ে অবরোধ উঠে যায়।

Developed by