বাঁকুড়া : আগামিকাল সোমবার ১২ ঘণ্টা বাংলা বন্ধের ডাক দিল আদিবাসী সেঙ্গেঁল অভিযান। বিভিন্ন দাবি দাবা নিয়ে তাদের বন্ধের দাবিতে পোস্টারে পড়ল বাঁকুড়ার জঙ্গলমহলের খাতড়া এলাকায়। খাতড়া পুরানো বাসস্ট্যান্ড, এসডিও অফিস মোড়, পাম্পমোড় সহ বিভিন্ন জায়গায় পড়ল পোস্টার। তপশিলি উপজাতি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে সরকারি টালবাহানা ও অঅদিবাসীদের এস টি সার্টিফিকেট দেওয়ার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ গ্রহণ, সাঁওতালি ভাষা ও অলচিকি লিপিতে পাঠদান শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োগ, আদিবাসীদের অর্থনৈতিক উন্নয়নে সাধনে এগ্রোফরেস্ট, হর্টিকালচার, ডেয়ারী ফার্ম আদিবাসী এলাকায় গঠন করার উদ্যোগ গ্রহণের দাবী ও আদিবাসী সামাজিক বহিষ্কার বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও সরকার দ্বারা ন্যায় বিচার দিতে ব্যর্থতার প্রতিবাদে আগামীকাল ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেঁল অভিযান। গত কয়েকদিনে আগে আদিবাসীদের ডাকা বাংলা বন্ধে স্তব্ধ হয়েছে জঙ্গলমহল। আবার আরো একটা বন্ধের ডাক জঙ্গলমহল সহ বাংলা জুড়ে।