নদীয়া : জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু এক ঘুগনি বিক্রেতার। জানা যায় মৃত ব্যক্তির নাম গৌতম সাহা, বাড়ি নদীয়ার শান্তিপুর ঢাকা পাড়ায়। সূত্রের খবর গতকাল গভীর রাতে শান্তিপুর গোবিন্দপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের টার্নিং এ রাস্তা পারাপার করছিল ওই ঘুগনি বিক্রেতা। তখনই দ্রুতগতিতে একটি দশ চাকার লরি প্রথম একটি ইঞ্জিন ভ্যানকে ধাক্কা মেরে ওই ব্যক্তির মাথার উপর দিয়ে চলে যায়, ঘটনাস্থলে মৃত্যু হয় তার, এছাড়াও দেহ পড়ে থাকে ছিন্নভিন্ন অবস্থায়। খবর পেতেই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এরপর মৃতদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের দাবি লরিটি অতি দ্রুত গতিতে আসছিল, চোখের সামনে এই ঘটনা ঘটে যাওয়ায় হতাশ হয়ে পড়ে তারা। তবে দুর্ঘটনা এড়াতে রাতে পুলিশের আরও নজরদারি থাকা উচিত বলে দাবি প্রত্যক্ষদর্শীদের, না হলে দুর্ঘটনা ক্রমশ বাড়বে। যদিও ঘাতক লরিটি গঠনস্থল থেকে চম্পট দেয়, পুলিশ সূত্রে খবর লরিটির সন্ধান চালানো হচ্ছে। স্বভাবতই আবারো ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয় অনেকটাই।