Breaking
24 Dec 2024, Tue

বাঁকুড়ার হরিণটুলি গ্রামে কুড়মিদের ঘাঘর ঘেরায় পড়লেন শুভেন্দু অধিকারী

বাঁকুড়া : কুড়মি ইস্যুতে শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা, বাঁকুড়ার সিমলাপালে জনসভায় যাওয়ার পথে হরিণটুলিতে শুভেন্দুর কনভয় আটকানোর চেষ্টা, গাড়ি থেকে নেমে কুড়মিদের সাথে কথা বললেন শুভেন্দু । বুধবার এগরার বিস্ফোরণস্থল থেকে সিমলাপালের জনসভায় যাওয়ার পথে হরিণটুলিতে শুভেন্দুর কনভয় আটকানোর চেষ্টা করলেন কুড়মি সম্প্রদায়ের মানুষজন। যদিও কুড়মিদের পতাকা হাতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখে কনভয় থামিয়ে নিজেই গাড়ি থেকে নেমে শুভেন্দু অধিকারী কথা বলেন আন্দোলনকারীদের সাথে। কুড়মিদের দাবীগুলি বিধানসভায় উত্থাপনের জন্য শুভেন্দু অধিকারীর কাছে দাবী জানান কুড়মি সম্প্রদায়ের মানুষজন। বিষয়টি নিয়ে কথা বলার জন্য পাঁচ জন প্রতিনিধিকে কলকাতায় আহ্বান জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Developed by