Breaking
24 Dec 2024, Tue

যুবতীকে লাগাতার ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল জামবনী থানার পুলিশ

ঝাড়গ্রাম : দীর্ঘদিন ধরে প্রেম করার পরে অন্য মেয়েকে বিয়ে করায় প্রেমিকার ধর্ষণের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার যুবক। এক যুবতীকে লাগাতার ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল জামবনী থানার পুলিশ। ধৃত যুবকের নাম ডাক্তার হাঁসদা। তাঁর বাড়ি জামবনী থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামবনী থানা এলাকার ওই যুবতীর সঙ্গে প্রায় ৮ থেকে ৯ মাস আগে যোগাযোগ হয় অভিযুক্ত যুবকের। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুযোগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। যুবতী অভিযোগে জানিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। এমনকি গত সপ্তাহে ওই যুবক আরেকজনকে বিয়ে করে নেয়। এরপর যুবতী ১৪ মে অর্থাৎ রবিবার জামবনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে জামবনী থানার পুলিশ ধর্ষনের ধারায় মামলা রুজু করে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ধৃত ডাক্তার হাঁসদাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্যসুন্দর ভট্টাচার্য বলেন,”যুবতীর অভিযোগের ভিত্তিতে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে ধৃতকে”।

Developed by