Breaking
24 Dec 2024, Tue

যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ভগবানপুরে

পূর্ব মেদনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার বাড় ভগবানপুর বাসষ্ট্যান্ডে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ভগবানপুরে । মৃত যুবকের নাম নিতাই ঘড়া। বয়স আনুমানিক ৪০ বছর। বাড়ি ওই বাড় ভগবানপুর গ্রামে। ভগবানপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে। কে বা কারা খুন করেছে, কেন খুন করেছে তার তদন্ত শুরু করেছে ভগবানপুর থানার পুলিশ। সামান্য এক শ্রমিককে কে বা কারা খুন করল তা যেমন প্রশ্ন, তেমনই এটা পারিবারিক বা ব্যক্তিগত ঘটনার জেরে খুন নাকি অন্য কোন রহস্য আছে তা নিয়েও প্রশ্ন উঠছে। জনবহুল বাসষ্ট্যান্ডে এলাকায় তরতাজা যুবকের খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

Developed by