Breaking
24 Dec 2024, Tue

ব্যারাকপুরের শৌদ্রিতা কুসারীকে মানপত্র সহ ফুল ও মিষ্টি পাঠালে মুখ্যমন্ত্রী

ব্যারাকপুর : ব্যারাকপুর হরিসভার শৌদ্রিতা কুসারী ব্যারাকপুর মর্ডান স্কুল থেকে এবারের মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ICSC বোর্ডে । তার ফল প্রকাশ হয়েছে রাজ্যে চতুর্থ স্থান পেয়েছে সে তার প্রাপ্য নাম্বার 496 রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শৌদ্রিতা কুসারীকে কে মানপত্র ও ফুল ও মিষ্টি পাঠিয়েছে। বারাকপুর DI অফিস থেকে একটি মানপত্র ও ফুলের বুকে তুলে দেওয়া হয়। এই মানপত্র পেয়ে খুশি সৌদিতা ও তার পরিবার।

Developed by