শিলিগুড়ি : শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ির বেঙ্গাইজোতের এশিয়ান হাইওয়ে-২ চলন্ত গাড়িতে ধাক্কা স্কুটির। এই ঘটনায় মৃত্যু একজনের আহত একজন। মৃতের নাম সাগর তামাং। সে পানিট্যাঙ্কির গন্ডোগোল জোতের বাসিন্দা। আহতের নাম শিবা প্রধান। জানা গিয়েছে যে শনিবার গভীর রাতে চলন্ত গাড়িতে ধাক্কা দেয় স্কুটি। এবং ঘটনাস্থলেই মৃত্যু স্কুটি চালকের আহত হয় একজন। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নকশালবাড়ি থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে মৃতদেহ নকশালবাড়ি হাসপাতালে মর্গে পাঠানোর সঙ্গে সঙ্গে জখমকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান পানিট্যাঙ্কি থেকে পেট্রোল পাম্পে ঢুকতে গিয়ে চলন্ত গাড়িতে ধাক্কা দেয়। রবিবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।