ভাটপাড়া : কেন্দ্রীয় শাসক দল বিজেপিকে কোনঠাসা করে কর্ণাটকের মসনদ দখল করেছে কংগ্রেস। কর্ণাটক বিধানসভায় একাই সরকার তৈরি করতে চলেছে, রাহুল- সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা দেশজুড়ে বাড়তি অক্সিজেন এনেছিল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে। তবে দক্ষিণের রাজ্য কর্নাটকে কংগ্রেস সরকার প্রতিষ্ঠা হওয়ায় খুশির হাওয়া এ রাজ্যের কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যেও। কর্নাটকের সরকার তৈরি করার পরেই বঙ্গের কংগ্রেস কর্মী সমর্থকরা মেতে উঠেছেন আবির খেলে মিষ্টি মুখ করে। দক্ষিনের রাজ্যে জয়ের পরেই আজ ভাটপাড়া বিধানসভার শহর কংগ্রেস কমিটির তরফ থেকে রিলায়েন্স জুট মিলের সামনে কর্মী সমর্থকরা মেতে উঠলেন আবির খেলায়। এমনকি পথ চলতি মানুষের মধ্যে বিতরণ করা হয় লাড্ডু। ভাটপাড়া বিধানসভার মাইনরিটি সেলের কংগ্রেস সভাপতি বলেন, কর্ণাটকের ফলাফল দেখেই পরিষ্কার দেশের মানুষ কংগ্রেসের উপর আস্থা রাখছে । বর্তমান কেন্দ্রীয় সরকারকে উৎখাত করতে চাইছে দেশবাসী। রাহুল গান্ধী নেতৃত্বে দিন কংগ্রেস আগামী দিনের দেশের বিভিন্ন রাজ্যে নিজেদের সরকার তৈরী করবে।