পূর্ব মেদিনীপুর : মোকার প্রভাব এ রাজ্যে না পড়লেও সমুদ্র উত্তাল ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।শনিবার বিকেলে প্রশাসনের তরফে ১৫ ই মে পর্যন্ত সমুদ্রে স্নান করতে নিষেধ করা হয়েছে। এই নিয়ে মাইকিং করেছে প্রশাসন।এবং বিচের কিছু ঘাট দড়ি দিয়ে ঘিরে রেখেছে। নির্দেশিকা অমান্য করে পর্যটকেরা স্নান করতে নেমে তলিয়ে যেতে দেখা যায় রবিবার সকালে। অন্যদের সহযোগিতায় রক্ষা পায়। দিঘা সহ মন্দারমণি, তাজপুরে পর্যটকদের যথেষ্ট ভিড় রয়েছে।