নদীয়া : ১০০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ সহ চার যুবককে গ্রেফতার করল চাপরা থানা পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার জন ধৃতের নাম বাচ্চু মিস্ত্রি ,সাকিল আহমেদ, আজিজুল সেখ,মানিক চাঁদ । গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের উপরে দু’টি চারচাকা গাড়িতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করে পুলিশ । গাড়ি দু’টিকেও আটক করেছে চাপড়া থানার পুলিশ । ঘটনা তদন্ত শুরু করেছে চাপরা থানার পুলিশ ।