ব্যারাকপুর : ব্যারাকপুর লোকসভার বিভিন্ন প্রান্তে নানান ধর্মীয় অনুষ্ঠানে মাঝেমধ্যেই দেখা যায় রাজনৈতিক ব্যাক্তিদের। আজ ভাটপাড়া বিধানসভার অন্তগর্ত ফক্করনাথ শিবমন্দিরের বার্ষিক পুজোর সূচনা করা হলো। প্রতিবছরের ন্যায় এই বছরও এই পুজোর প্রথম দিন অংশ নিলেন ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং।এছাড়াও ছিলেন তৃণমূল নেতা সোহন প্রসাদ চৌধুরী, রাজকুমার যাদব ও অন্যান্য নেতৃবৃন্দ। ফক্করনাথ মন্দিরের বাষিক পুজোয় পৌছে ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং। পুজো উপলক্ষ্যে মন্দিরের সামনে থেকে কাকিনাড়া গঙ্গার ঘাট পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন সাংসদ-বিধায়ক। ভাটপাড়া বিধায়ক পবন কুমার সিং বলেন, ফক্কড়নাথ শিব মন্দিরের বার্ষিক পুজোয় আমি প্রতিবছরই অংশ নি। এলাকাবাসীর সার্বিক উন্নয়নের জন্য আমি সব সময় সচেষ্ট থাকি।