পূর্ব মেদিনীপুর : কর্নাটকে ধরাশায়ী গেরুয়া শিবির। তা নিয়েই মুখ খুললেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার বালিঘাইতে এগরা বিধানসভা কমিটির আয়োজিত কর্মী সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “কর্ণাটক- কর্ণাটক, আর বাংলা-বাংলা। এটা ঠিক যে এখানকার রাজনীতি অন্য রকম। এখানকার (পশ্চিমবঙ্গ) সরকার একেবারে পাঁকে পড়ে হাবুডুবু খাচ্ছে । মানুষ সরে গেছে। তাঁদের জন্য কোনো শুভ সমাচার নেই। বিজেপির কর্মীদের সতর্ক হতে হবে। আরও বেশি লড়াই করতে হবে ভালো ফলাফলের জন্য”। কর্নাটকে বজরং দল, পি এফ আই-র মতো কট্টরপন্থী সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জাতীয় কংগ্রেসের – এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “দেখা যাক যাই হবে দেশের আইনের বাইরে কেউ কিছু করতে পারবে না। কাজও করছে সবাই তাই। সরকারকেও তাই করতে হবে”। জাতীয় কংগ্রেসকে নিশানা করে দিলীপের প্রশ্ন, এতদিন বাড়লো কি করে পি এফ আই? এতদিন কট্টরপন্থী মুসলিম সন্ত্রাসবাদ, খ্রিস্টান সন্ত্রাসবাদ ও মাওবাদী দেশে বাড়লো, লক্ষ লক্ষ লোক হত্যা হলো – এসব কারা করেছে? কংগ্রেসের লোকেরাই করেছে। সেই জন্য লোকে তাঁদেরকে (কংগ্রেস ) শিক্ষাও দিয়েছে । এখান সেই অভিজ্ঞতা থেকে তাঁদেরকে শিক্ষাও নিতে হবে। বাংলায় কোনো তোষণের রাজনীতি করা যাবে না। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, অবশ্যই বাংলা তথা সারা ভারতবর্ষে কোথাও তোষণের রাজনীতি করা চলবেনা। বিজেপি বাংলায় লড়াই করছে পরিবর্তনের জন্য। আর পশ্চিম বাংলা ধীরে ধীরে ডুবে যাচ্ছে।