নন্দীগ্রাম : ২০২১ সালের ২রা মে নির্বাচনের ফলাফল ঘোষনা হওয়ার পর, নন্দীগ্রাম বিধানসভায় বর্তমানে আঞ্চলিক দল তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জির পরাজয়ের প্রতিশোধ নেবার জন্য তৃণমূলের গুন্ডারা নন্দীগ্রামের সনাতনী বিজেপি কর্মীদের উপর নির্বিচারে অত্যাচার শুরু করে ছিল। ২০২১ এর ৩রা মে নন্দীগ্রাম বিধানসভার চিল্লগ্রামের বিজেপির সক্রিয় কর্মী দেবব্রত মাইতি তৃণমূলের গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত হয়ে গুরুতর আহত হন। ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়, ১৩ই মে আজকের দিনেই হাসপাতালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ নন্দীগ্রামের সনাতনী শহীদ স্বর্গীয় দেবব্রত মাইতির বলিদান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তিতে ওনার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে ওনাকে স্মরণ করে ঈশ্বরের কাছে দেবব্রত বাবুর বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।