Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রামে পথশ্রী প্রকল্পের মাধ্যমে কাঁচা ১৫৮টি রাস্তা পিচ এবং পাকা রাস্তা তৈরি হচ্ছে

ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে পথশ্রী প্রকল্পের মাধ্যমে কাঁচা ১৫৮টি রাস্তা পিচ এবং পাকা রাস্তা তৈরি হচ্ছে। যার ফলে জেলায় মোট নতুন আরো ২৩২.৮২ কিলোমিটার পাকা রাস্তা তৈরি হচ্ছে যার জন্য ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে ৯৩ কোটি ১০ লক্ষ টাকা । সোমবার বিকেলে ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল কুমার আগরওয়ালা সাংবাদিক সম্মেলন করে পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরি সম্পর্কে জানালেন । জেলাশাসক জানিয়েছেন, ঝাড়গ্রাম জেলার ৮টি ব্লকেই মোট ৭৯ গ্রাম পঞ্চায়েতের রাস্তা নির্মাণ করা হবে । রাস্তা গুলির দৈর্ঘ্য সর্বনিম্ন ১ কিলোমিটার থেকে সর্বোচ্চ ৪ কিলোমিটার পর্যন্ত । জানা গিয়েছে, বিনপুর ১ নম্বর ব্লকের ২০টি রাস্তা তৈরি করা হচ্ছে, যার দৈর্ঘ্য ২৫.৬৬ কিলোমিটার ,বরাদ্দ করা হয়েছে ১২ কোটি ২০ লক্ষ টাকা । বিনপুর দু’নম্বর ব্লকে তৈরি হচ্ছে ২১টি রাস্তা, যার দৈর্ঘ্য ৩৩.৬৫ কিলোমিটার বরাদ্দ হয়েছে ১২কোটি ৭ লক্ষ টাকা । গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকে তৈরি হচ্ছে ১৪ টি রাস্তা, যার দৈর্ঘ্য ২০ কিলোমিটার, বরাদ্দ করা হয়েছে ৬ কোটি ৭৯ লক্ষ টাক । গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তৈরি হচ্ছে ১৪ টি রাস্তা, যার দৈর্ঘ্য ১৮.৩৪ কিলোমিটার, বরাদ্দ করা হচ্ছে ৭ কোটি ১০ লক্ষ টাকা । জামবনি ব্লকে নির্মাণ করা হচ্ছে ১৯ টি রাস্তা, যার দৈর্ঘ্য ২৯.১৩ কিলোমিটার, বরাদ্দ করা হয়েছে ১২ কোটি ৬৫ লক্ষ টাকা । ঝাড়্গ্রাম ব্লকে তৈরি করা হবে ২৭ টি রাস্তা যার দৈর্ঘ্য ৪৮.০৪ কিলোমিটার, বরাদ্দ করা হয়েছে ১৯ কোটি ৪৫ লক্ষ টাকা। নয়াগ্রাম ব্লকের তৈরি করা হবে ২৩টি রাস্তা, যার দৈর্ঘ্য ৩৩.৮৫ কিলোমিটার বরাদ্দ করা হয়েছে ১৩ কোটি ৩৪ লক্ষ টাকা । সাঁকরাইল ব্লকে তৈরি হচ্ছে ২০টি নতুন রাস্তা, যার দৈর্ঘ্য ২৪.১৫ কিলোমিটার যার জন্য বরাদ্দ করা হয়েছে ৯ কোটি ৪৬ লক্ষ টাকা ।মঙ্গলবার জেলাস্তরীয় অনুষ্ঠানের মাধ্যমে ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের শালুকগেড়িয়া গ্রামে পথশ্রী প্রকল্পের রাস্তা গুলির শিলান্যাস করা হবে । এছাড়াও ৮টি ব্লকে ব্লকস্তরীয় অনুষ্ঠান এবং ৭৯টি গ্রাম পঞ্চায়েতে পথশ্রী রাস্তার শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । জেলাশাসক আরও জানিয়েছেন, “রাস্তা গুলির ওয়াক অর্ডার হয়ে গিয়েছে তিন মাসের মধ্যে কাজ সম্পন্ন করা হবে”।

Developed by