জলপাইগুড়ি:- মাধ্যমিক পরীক্ষা দিতে বেরিয়ে হাতির হানায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের বৈকুন্ঠপুর বনবিভাগের জঙ্গল লাগোয়া মহারাজ ঘাট এলাকায়। বাবার সাথে বাইকে করে পরীক্ষা দিয়ে যাচ্ছিল। শুড় দিয়ে তুলে মাধ্যমিক পরীক্ষার্থীকে পিষে মারে।মৃত পরীক্ষার্থীর নাম অর্জুন দাস।
মোটর বাইকে করে ছেলেকে নিয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল বিষ্ণু দাস।হঠাৎ করেই মোটর বাইকের সামনে চলে আসে হাতি।বাইক দেখে তেড়ে আসে হাতিটি। অর্জুনকে ধরে ফেলে হাতি।সেখানেই শুড়ে তুলে আছড়ে মারে।
জানা গেছে অর্জুন বেলাকোবা বটতলা স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল।বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত জানান বৈকুন্ঠ বনবিভাগের ভালোবাসা মোড়ের কাছে জঙ্গলের রাস্তায় মাধ্যমিক পরীক্ষার্থীকে পিষে মারে।পাচিরাম নাহাটা স্কুলে পড়ত অর্জুন দাস।