নদীয়া:- নদীয়ার নবদ্বীপ ইসকন মায়াপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৭ তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে শুরু হচ্ছে নবদ্বীপ পরিক্রমা। প্রায় বিশ্বের ১০০ টি দেশ থেকে পাঁচ হাজার বিদেশি ভক্ত উপস্থিত হয়েছেন এই পরিক্রমা উপলক্ষে। ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে ইসকন মায়াপুরে। প্রতিবছরই মহাপ্রভুর এই আবির্ভাব তিথিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগমে পালন হয় এই পরিক্রমা উৎসবের। তবে গত কয়েক বছর করোনার কারণে সেভাবে ভক্তদের সমাগম ঘটে নি। করনা বিধি নিয়মের মধ্য দিয়ে পালন করা হয়েছিল মহাপ্রভুর আবির্ভাব উৎসব। এবছর সেভাবে করোনার থাবা না থাকার কারণে মহা ধুমধামে পালিত হচ্ছে এই উৎসব। মূলত শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজরিত নয়টি স্থানে পরিক্রমা করবে ইসকনের প্রতিনিধি ভক্তরা। সাতটি দলে ভাগ হয়ে তারা পরিক্রমা শুরু করবে। কখনো নৌকায় আবার কখনো বাসে করে যে সমস্ত জায়গায় শ্রীচৈতন্য মহাপ্রভু নিজেই স্বশরীরে গিয়েছিলেন অর্থাৎ এখনো যেখানে মহাপ্রভুর স্মৃতি বহন করে মূলত সেই সমস্ত জায়গায় পরিক্রমা করবে এই সাতটি প্রতিনিধি দলের সদস্যরা। তারা আলাদা আলাদা ভাগ হয়ে ৭ দিনে পরিক্রমা করে পুনরায় মায়াপুর ইসকন মন্দির এ ফিরে আসবেন। তাদের মূল উদ্দেশ্য শ্রীচৈতন্য মহাপ্রভু মানুষকে যেভাবে ভালবাসতেন তার পাশাপাশি অচণ্ডালে তিনি যেভাবে হরিনাম করেছিলেন এবং তার বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। মূলত সেই লক্ষ্য নিয়ে আজ শুরু হচ্ছে নবদ্বীপ পরিক্রমা। ইতিমধ্যেই এই পরিক্রমা উপলক্ষে মায়াপুর ইসকন মন্দির সেজে উঠেছে। লক্ষ লক্ষ ভক্তদের ভিড় জমেছে স্কয়ার মন্দিরে।
এ বিষয়ে মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, এটি মহাপ্রভুর ৫৩৭ তম আবির্ভাব উৎসব। প্রতি বছরই লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে এখানে। তবে বিশ্বের ১০০ টি দেশ থেকে ইতিমধ্যেই ৫০০০ জন বিদেশি ভক্ত অংশগ্রহণ করেছেন এই পরিক্রমায়। শুধু তাই নয় দেশ-বিদেশের কয়েক লক্ষ ভক্ত এই টানা একমাস ধরে চলা আবির্ভাব উৎসবে অংশগ্রহণ করবেন। আগামী ২ই মার্চ শেষ হবে এই পরিক্রমা। আর ৭ই মার্চ মহাপ্রভুর আবির্ভাব দিবসের অভিষেক ঘটবে। পাশাপাশি তিনি বলেন যে সমস্ত ভক্তরা পরিক্রমা করছেন এবং যে সমস্ত বিদেশী লক্ষ লক্ষ ভক্তরা ইসকন মায়াপুরে আসছেন তাদের জন্য আলাদা রকম ব্যবস্থা করেছে ইসকন কর্তৃপক্ষ। শুধু তাই নয় তাদের নিরাপত্তা দিকটাও যেন বজায় থাকে সে বিষয়ে লক্ষ্য রাখা হয়েছে।