Breaking
23 Dec 2024, Mon

মহিলা বিএসএফকে ধর্ষণের অভিযোগ সহকর্মী বিএসএফ জওয়ানের বিরুদ্ধে, ধর্ষিতা মহিলা বিএসএফকে গোপন জবানবন্দীর জন্য আজ তোলা হয় আদালতে

এক মহিলা বিএসএফকে ধর্ষণের অভিযোগ এক বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। ঘটনায় নিন্দার ঝড় গোটা নদীয়ায়। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, যারা এই দেশের রক্ষাকর্তা তাদের বিরুদ্ধে যদি এই ধরনের ধর্ষণের অভিযোগ ওঠে তাহলে মানুষ নিরাপত্তা পাবে কোথায়। এই অভিযোগ তুলে সরব হয় রাজ্যের শাসক দলের নেতারা। ঘটনাটি নদীয়ার টুঙ্গি ৫৪ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ান ক্যাম্পের। যদিও ঘটনাটি ঘটে গত ১৯ তারিখে। জানা যায় নির্যাতিতা ওই মহিলা বিএসএফ কলকাতার একটি হাসপাতালে গিয়ে চিকিৎসা করান। সেখান থেকে তিনি ভবানীপুর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের কপি কৃষ্ণগঞ্জ থানায় আসার কথা থাকলেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এসে পৌঁছায়নি, বিএসএফ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত বিএসএফ জওয়ান কে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। বিএসএফের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আজ ওই মহিলা বিএসএফের গোপন জবানবন্দীর জন্য তোলা হয় কৃষ্ণনগর দায়ের আদালতে। জানাযায় অভিযুক্ত বিএসএফ জওয়ান এর নাম কিতাব সিং। যদিও এই ঘটনার পর থেকেই যথেষ্টই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বিএসএফ ক্যাম্পে। এখন দেখার যে বিএসএফ জওয়ানের বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসলো তার বিরুদ্ধে কতটা কড়া পদক্ষেপ গ্রহণ করে আদালত। তবে এই বিষয়টি নিয়ে নিন্দা ঝড় শুরু হয়েছে গোটা নদীয়ায়। কোণঠাসা করতে ছাড়ছে না তৃণমূল।

Developed by