Breaking
23 Dec 2024, Mon

দিঘার রেল স্টেশনে গাঁজা ভর্তি ব্যাগসহ ২ যুবককে গ্রেফতার করল পুলিশ

পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার রেল স্টেশনের সামনে বুধবার সকালে গাঁজা ভর্তি ব্যাগসহ ২ যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনার ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে সৈকত শহরে। ঘটনার প্রকাশ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে স্টেশনের সামনে বাসে ওঠার সময় দুই যুবককে আটক করে পরবর্তী সময়ে ডিএসপি ডিএনটি রবীন্দ্রনাথ বিশ্বাস এর নেতৃত্বে রামনগর এক ব্লকের বিডিও লিপেন তালুকদার উপস্থিতিতে যুবকদের ব্যাগ থেকে প্রায় কুড়ি কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় উড়িষ্যা থেকে এই গাজা নিয়ে কলকাতায় যাচ্ছিল। গ্রেপ্তার হওয়া দুই যুবকের নাম পলাশ চক্রবর্তী (35) দেবনাথ গায়েন( 35)। উভয়ের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জামতলা কাশিপুরে এলাকার।

Developed by